1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে জাগরনী মহিলা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত নড়াইলে কালিয়া উপজেলা পরিষদের জমি বেদখলের উপক্রম ইউএনও টঙ্গিবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ ও কয়েকটি বিদ্যালয় পরির্দশনে করেন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত কালিহাতীতে সৎ মায়ের নির্মম অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু জান্নাত কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান ভোলায় জমি বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি পুড়িয়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি অজ্ঞাত রোগীর পরিচয় খুঁজে পেতে সাহায্য করুন বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সমন্বয় ছাড়া নগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়, চসিক মেয়র

মো. এনামুল হক লিটন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে প্রকৃত গ্রিন, ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, আন্তঃকর্তৃপক্ষ সমন্বয় ছাড়া চট্টগ্রাম মহানগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি নগরীর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা উল্লেখ করে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে মাস্টারপ্ল্যান প্রকল্প-এর মাধ্যমে ‘সেকেন্ডারি ডাম্পিং স্টেশন’ স্থাপনের জন্য চউকের সহযোগিতা কামনা করেন। রোববার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক “চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প”-এর আলোকে ‘মহানগরের উন্নয়ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি’ বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। চউক হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। অনুষ্ঠানে সিডিএ বোর্ড সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল করিম কচি, প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, এডভোকেট সৈয়দ কুদরত আলী, মো. নজরুল ইসলাম, স্থপতি সৈয়দা জারিনা হোসেন এবং স্থপতি ফারুক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম এবং চউক সচিব রবীন্দ্র চাকমা, চউক প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। সভায় “চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প-এর উপর তথ্য পরিবেশন করেন প্রকল্প পরিচালক মো. আবু ঈসা আনছারী। এতে প্রকল্পের আওতায় চট্টগ্রামের পুকুর, খাল, পাহাড়সহ পরিবেশগত দিকগুলোর সংরক্ষণে চউক ও চসিক এর কাজের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে “চট্টগ্রাম শহরের খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প” এর পরিচালক প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম বাস্তবায়ন তরান্বিত করতে, খাল পরিষ্কারের ‘টেকসই কার্যক্রম’ নিয়ে আলোচনা করেন এবং আবর্জনা ব্যবস্থাপনা ও খাল পূণঃ ভরাট প্রতিরোধে চসিকের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের অনুষ্ঠানকে আন্তঃকর্তৃপক্ষ সমন্বয়ের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন মাষ্টারপ্লান প্রকল্প বাস্তবায়নে তথ্য ও সম্পদের অবাধ বণ্টন নিশ্চিত করতে হবে। সভায় মাস্টারপ্ল্যান প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই চট্টগ্রাম মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com