হঠাৎ করে,২৫ শে নভেম্বর সোমবার রাত ১২টার দিকে, কমলনগর নগর থেকে ৮ টি বাস এবং ১০টি মাইক্রোবাসে করে সাধারন কিছু মানুষকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার করইতলা বাজারে দুটি বাস আটক করা হলে,তার সূত্র ধরে বাকিগুলোকে আটক করা হয়।লোকজনের কাছে কথা বলে জানা যায় যে ডাঃ ইউনুস সরকার নাকি ১ লক্ষ করে টাকা দিচ্ছে।এ সুবাদে তাদের নেওয়া হইতেছে।স্থানীয় লোকজন জানায় গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে! ঢাকায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে লোক জড়ো করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সারাদেশে।এটা পরাজিত শক্তিধরদের কাজ বলে মনে হচ্ছে। তারা দেশকে অশান্ত করতে এমন প্রদক্ষেপ নিচ্ছেন বলে মনে হয়।সবাইকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে নগদে এবং এমন আশ্বাস দেওয়া হয়েছে যে, ড. ইউনুসের বাসার সামনে নেয়া হবে। সেখানে আন্দোলন করলে ১ লাখ টাকা করে সবাইকে নিঃশর্তে ঋণ দিবে ড. ইউনুস।দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। অনেক জেলা থেকে রাত ১২ টার পর রওনা দিয়েছে।রিক্সা শ্রমিকদের আন্দোলনসহ শিক্ষার্থীদের উস্কানি দেয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যান রয়েছে।৮ টি বাস এবং ১০ টি মাইক্রোবাস বর্তমানে লক্ষীপুরে ছাত্র-জনতা আটক করে রেখেছে।