চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট তিন গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও সমাজসেবী প্রতিষ্ঠান “অন্তরঙ্গ ” ক্লাবের কার্যকরী গঠনের লক্ষ্যে পূর্ব পদক্ষেপ হিসাবে উপদেষ্টা পরিষদ গঠন করার হয়েছে। এই পরিষদ আপাঃতত ১৮ সদস্য বিশিষ্ট করা হলেও পরে আরো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন বর্তমান অন্তর্বতী কালীন কমিটির সমন্বয়ক মোঃ শওকত আলী।উপদেষ্টা পরিষদ নিন্মরূপ:১.বিবেকানন্দ বড়ুয়া দীপু(মুকুটনাইট)
২.হাজী দ্বীন মোহাম্মদ (হুলাইন)৩.মোঃ মহি উদ্দীন মেম্বার (হুলাইন)৪.মোঃ আহমদ সেলিম (হুলাইন)৫.মোহাম্মদ মুছা (হুলাইন)৬.অরূপ কান্তি দত্ত (হাবিলাসদ্বীপ)৭.শংকর কান্তি দত্ত (হাবিলাসদ্বীপ) ৮.মোহম্মদ জায়দুল হক(মুকুটনাইট)৯.মোঃ আলী আজগর খান(হুলাইন)১০.ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের১১.অধ্যাপক জমির হায়দার বাবলা১২.মোঃ মনছুর আলী খান
১৩.হাজী আবুল হাশেম১৪.মোঃ জাহাঙ্গীর আলম১৫.মিলন কান্তি দত্ত১৬.মোঃ ইলিয়াস খান১৭.জিতু প্রিয় বড়ুয়া (মুকুটনাইট) ১৮.পুতুল মিত্র (হাবিলাসদ্বীপ)★ক্লাব সরকারি করণের কাজে তিন ধরনের কমিটির নাম জমা দিতে হচ্ছে।মোঃ শওকত আলী জানান ক্লাবটি সরকারি রেজিস্টারি করতে তিনটি কমিটির নাম শীঘ্রই জমা দিতে হচ্ছে বিধায় প্রকাশ করলাম। কারো নাম বাদ পড়লে দয়া করে জানাতে পারবেন, আমি সংশোধন করেই দিবো।★১.প্রতিষ্ঠা কালীন সদস্য যদি জীবিত থাকেন উনাদের এবং এর পরবর্তী জৈষ্টতার সদস্যদের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ।২.কার্যকরী পরিষদ যা এখনো গঠিত হয়নি।৩.সাধারণ পরিষদ (সকল সদস্য /সদস্যা নিয়ে গঠিত)৪.বিভিন্ন উপ-কমিটি:-*অর্থ-উপ কমিটি*সাংস্কৃতিক উপ-কমিটি*ক্রীড়া উপ-কমিটি *আইন বিষয়ক উপ-কমিটি *সমাজকল্যাণ উপ-কমিটি *উন্নয়ন উপ-কমিটি ইত্যাদি। এগুলো করে জমা দেওয়ার সরকারি নিয়ম।