সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় আদালতে হাজির করার জন্য সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।উল্লেখ্য, মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনে পরপর সাত বারের সংসদ সদস্য। এরমধ্যে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত প্রায় ৬ মাস কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর প্রায় দুই মাস পলাতক থাকার পর পুলিশ গত ৩ অক্টোবর দিনগত রাতে ঢাকার উত্তরায় অবস্থিত তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।