1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান পিরোজপুরের নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু তালতলীতে পিস্তলসহ সন্ত্রাসী আটক, সন্ত্রাসীর গুলিতে আহত ১ পটুয়াখালীতে জাগরনী মহিলা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত নড়াইলে কালিয়া উপজেলা পরিষদের জমি বেদখলের উপক্রম ইউএনও টঙ্গিবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ ও কয়েকটি বিদ্যালয় পরির্দশনে করেন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত কালিহাতীতে সৎ মায়ের নির্মম অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু জান্নাত কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের জামিন না মঞ্জুর

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

চতুর্থ দফায় আবেদন করেও জামিন মেলেনি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের। আজ রবিবার (২৪ নভেম্বর) চতুর্থ দফায় মহানগর বিএনপির সদস্য সচিবকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তিনি জামিনের আবেদন করলেও তা নাখোশ করে দেন আদালত।এর আগে বিএনপির অফিস পোড়ানো মামলায় গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে পৃথক চারটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।আসামি পক্ষের আইনজীবী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম এবং আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।জিআরও এনামুল হক জানান, জাহিদ ফারুক শামীমের একটি মামলার ধার্য্যতারিখ ছিল রবিবার। সেই অনুযায়ী তাকে আদালতে জাহির করা হয়েছে।এদিন বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের দায়ের করা মামলায় জামিনের আবেদন করেছিলেন জাহিদ ফারুক শামীম। কিন্তু আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আফজালুল করিম।এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপির শোক র‌্যালিতে হামলা করা হয়। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের নেতাকর্মীদের কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
এ ঘটনায় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি জাহিদ ফারুক শামীম। এছাড়াও ৫ আগস্টের পর দায়ের হওয়া আরও চারটি মামলার প্রধান আসামি তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com