1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে জাগরনী মহিলা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত নড়াইলে কালিয়া উপজেলা পরিষদের জমি বেদখলের উপক্রম ইউএনও টঙ্গিবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ ও কয়েকটি বিদ্যালয় পরির্দশনে করেন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত কালিহাতীতে সৎ মায়ের নির্মম অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু জান্নাত কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান ভোলায় জমি বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি পুড়িয়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি অজ্ঞাত রোগীর পরিচয় খুঁজে পেতে সাহায্য করুন বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ীতে প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির গিরিধরপুর গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক গৌর চন্দ্র রায় এর বাড়ির জায়গা প্রতিপক্ষরা দখল করে রাস্তা তৈরি করার প্রতিবাদে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে গতকাল রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন করেন। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির গিরিধরপুর গ্রামের মৃত কেশব রায় এর পুত্র গৌর চন্দ্র রায় একই গ্রামের মৃত গোপেস্বর সরকার রায় এর পুত্র গোরা সরকার (৫০), মিন্টু সরকার (৪৫), সুকান্ত সরকার (৪২) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে জমি দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ০৫/০৯/১৯৯৬ খ্রি. সালে আলাদীপুর ইউপির ছয় আনি গ্রামের ওছমান গনিম মন্ডল এর স্ত্রী মোছাঃ গোলজান বিবি এর নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করি। ঐ জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু একই গ্রামের উক্ত ব্যক্তিরা আমার ক্রয়কৃত সম্পত্তি পড়ে থাকা অবস্থায় সেই জমির উপর দিয়ে যাতায়াত করতে থাকে। অথচ পাশের্^ই রেকর্ডীয় রাস্তা রয়েছে। রেকর্ডীয় রাস্তাদিয়ে দিয়ে প্রতিপক্ষরা যাতায়াত করেনা। এখন তারা আমার বাড়ির জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করে সেই জায়গার উপর দিয়ে যাতায়াত করছে। এই মর্মে গত ০৬/১১/২০২৪খ্রি. তারিখে আলাদিপুর ইউপি চেয়ারম্যানের নিকট পূর্বের রেকর্ডীয় রাস্তা দিয়ে চলাচল করার জন্য গ্রামবাসীদের গণ স্বাক্ষর নিয়ে একটি অভিযোগ করি। এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২ মৌজার বর্ডার দিয়ে রাস্তা করারও আবেদন জানান। তাদের জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নাই। দীর্ঘ কয়েক যুগ ধরে পুরাতন রাস্তাটি ব্যবহার করে আসছিল এলাকার লোকজন। প্রতিপক্ষরা ঐ রাস্তাটির উপর ইট বালু পাথর রেখে প্রতিবন্ধ সৃষ্টি করে রাখায় গ্রামবাসীরা তার জায়গার উপর দিয়ে চলাচল করতে থাকেন। এখন প্রতিপক্ষরা বিরোধ সৃষ্টি করে জোর পূর্বক ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ের রাস্তা তৈরির করছে। এতে আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com