1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বাসের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২ পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মামলার বাদিকে হেনেস্থাার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রতিটি ওয়ার্ডে হাজির হচ্ছেন মেয়র নিজেই: চট্টগ্রামে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ রাবিতে খেলায় মারামারি নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক

নওগাঁয় নদীর খাস বালুচর দখল করে বহুতল ভবন নির্মাণ

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সরকারী খাস খতিয়ানভূক্ত আত্রাই নদীর বালুচর জবর-দখল করে একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অপকর্ম চালিয়ে গেলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়রা অভিযোগ করেন যে, মহাদেবপুর উপজেলা সদরের নতুন ব্রীজের পূর্ব-উত্তর পাড় সংলগ্ন ৩০ শতক জমি সরকারী খাস খতিয়ানভূক্ত বালুচর। সেই জমি মহাদেবপুর উপজেলা সদরের বকের মোড় এলাকার মামুন জবর-দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাদের অভিযোগ বিগত ফ্যাসিবাদ আমলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আহসান হাবীব ভোদনের ভাগ্নে হওয়ায় প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সে সময়। সরেজমিনে ঐ এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, নিয়ম না মেনে আত্রাই নদীর উপর নির্মীত নতুন ব্রীজের পাশেই এই ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ব্রীজটিও হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে সরকারী সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। এব্যাপারে গত ২১ নভেম্বর মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। এব্যাপারে মিডিয়া কর্মীরা জানতে চাইলে মামুন জানান, ঐ জমি স্থানীয় একটি মৎস্যজীবী সমিতির নামে পত্তন দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনি কিনে নিয়েছেন। তবে তিনি এসংক্রান্ত কোন কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হোন। বিষয়টি জানতে মহাদেবপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিনারুল ইসলাম নথিপত্র পর্যালোচনা করে জানান, ঐ জমি সরকারী ১নং খাস খতিয়ানভূক্ত এবং ৪০২ নং দাগে ৩০ শতক সম্পত্তির রকম বালুচর। এই জমি পত্তনযোগ্য নয় এবং কাউকে পত্তনও দেয়া হয়নি। মামুন পত্তন সংক্রান্ত কোন কাগজপত্র দেখালে তা হবে ভূয়া। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা জানান, সরকারী সম্পত্তি অবৈধ্যভাবে দখল করে থাকলে তদন্ত পূর্বক এব্যাপারে একটি উচ্ছেদ মামলা রেকর্ড করে তা উদ্ধার করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com