কালকিনির এনায়েত নগর ইছাগুড়া গ্রামে অভিযান চালিয়ে আলীম বেপারী নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা করে কালকিনি থানা পুলিশ। আটক আলীম স্হানীয় বায়েজীদ বেপারীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আলীম বেপারী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।এমন খবরের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করে কালকিনি পুলিশ।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: নাজমুল হাসান জানান, মঙ্গলবার রাতে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার এনায়েতনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবা সহ আলীম বেপারী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।