1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে মানব পাচার প্রতিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু,আহত-২ বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামি রকি গ্রেফতার তালতলীতে বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার,গুলিবিদ্ধ —১ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানে মেয়র বিধবার জমি দখল করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, আদালতে মামলা রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ রাজধানীর শ্যামপুরে সৎ মাকে বিয়ে করলেন ছেলে নিজের বাবা-র প্রাণ বাচাতে পাইকগাছায় শিক্ষার্থীদের আন্দোলন প্রেক্ষিতে সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব কে দায়িত্ব অর্পণ চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান: মেয়র ডা. শাহাদাত

ইসলামপুরে অবৈধ প্রক্রিয়ায় গুড় তৈরি হচ্ছে দেশী গুড়

ওসমান হারুনী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

কাঁশা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর” এই ঐতিহ্যবাহী প্রবাদ খ্যাত জামালপুরেরর ইসলামপুরে আখ বা আখের রসের পরিবর্তে ইন্ডিয়ান মুড়ির টিনে গুড় আমদানী করে কড়াইয়ে জাল করে অবৈধ প্রক্রিয়ায় তৈরী হচ্ছে ভেজাল গুড়।
এছাড়াও গুড় তৈরিতে মেশানো হয় সুগার মিলের নালী, ময়দা-ইন্ডিয়ান চিনি আর ডাল্ডা। এভাবেই দীর্ঘ দিন ধরে কেউ দলীয় প্রভাব আবার কেও প্রশাসনে ম্যানেজ করে আখের পরিবর্তে বিশেষ কায়দায় অস্বাস্থ্যকর ভেজাল গুড় তৈরি হচ্ছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।দীর্ঘ দিন ধরে ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী গ্রামে,গোলাপ আমির আলী ওরফে পেজু,শামিম মির্জা ও আনারুল ওরফে আনোয়ার ভেজাল গুড় তৈরি ব্যবসায় প্রশাসন রহস্যজনক কারণে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছে। তৈরি হচ্ছে নতুন গুড় তৈরী কারখানার।শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পঁচা নালির ট্যাং পড়ে রয়েছে কারখানায়। ভেজাল গুড় তৈরি কারখানা  নোংরা পরিবেশ ও খালি গায়ে শ্রমিকরা হাতে মুঠোয় গুড় পাকাচ্ছে। শরীরে ঘাম পড়ছেও মাছি ভুন ভুন করছে গুড়ে।  আখের রসের পরিবর্তে বিশেষ উপায়েভেজাল গুড় তৈরি হচ্ছে। কারখানা পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবৈধ প্রক্রিয়ায় গুড় তৈরি হলেও পরিবেশ নোংরা।গুড় ব্যাবসী গোলাপ জানান,”আমরা ইন্ডিয়ান গুড় এনে জাল করে গুড়ের কেজি মুঠো তৈরি করি। গত তিন মাস আগে উপজেলা স্বাস্থ্যবিভাগের এক অফিসার এসে আমাদের তৈরী গুড় পরীক্ষা করার জন্য নিয়েছে। এখনো লাইসেন্স হয়নি।আরেক গুড় তৈরি কারখানা মালিক আনারুল জানায়,এই গুড় তৈরির জন্য তাদের লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান টিন ভর্তি গুড় এনে প্রক্রিয়া করে একশত টাকা কেজি বিক্রি করলে কেজিতে ১০/২০টাকা লাভ করে থাকে।খোঁজ নিয়ে জানা যায়,এখানকার ভেজাল উপায়ে তৈরি গুড় স্হানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় চলে যায়। তাই এই এলাকার কোনটি আখের তৈরী গুড় কোনটি ভেজাল কারখানার ইন্ডিয়ান গুড়, চিনি-ময়দা ও সুগার মিলের পঁচা নালী দিয়ে তৈরি গুড় ভোক্তাদের চেনার উপায় নেই। কি গুড় খাচ্ছে ভোক্তা প্রশাসনের নিকট এই প্রশ্ন সচেতন মহলের।এব্যাপারে ইসলামপুর  উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর কমল কুমার পাল জানান, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com