ভোলার জেলার মনপুরায় প্রতি রাতেই একসাথে তিন-চার দোকান বাড়ি ঘর চুরি করতো সংঘবদ্ধ চোর চক্র। দীর্ঘদিন যাবৎ মনপুরা থানার বিভিন্ন স্থানে দোকানঘর, আইপিএস ব্যাটারি, সিসি ক্যামেরাসহ দোকানের বিভিন্ন মালামাল চুরি করে আসছে সংঘবদ্ধ চোর চক্র।এতে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রাসহ পুলিশ প্রশাসন। অবশেষে ওসি আহসান কবির এর নের্তৃত্বে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ তিন সহযোগিকে আটক করে পুলিশ। এই সময় ওই চক্রের কাছ থেকে চুরি হওয়া ০১টি মনিটর ও ইলন কোম্পানীর ০১টি ব্যাটারী উদ্ধার করা হয়। (সোমবার) সকাল ১০টায় আটককৃত চোর চক্রের প্রধানসহ দুই সহযোগিকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে পুলিশ। পরে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। চোর চক্রের প্রধান মোঃ আব্বাস কে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং দুই জন কে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ইকবাল কবির সঙ্গীয় ফোর্সসহ রাত্রীবেলা অভিযান ডিউটি পরিচালনা করেন।তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আব্বাস (৩০) মোঃ মহিউদ্দিন (৩৫) মোঃ জামাল (৩৭) চরফৈজুদ্দিন গ্রামীণ টাওয়া সংলগ্ন থেকে আটক করতে সক্ষম হয়। সর্ব সাং- চরযতিন, ০৪নং ওয়ার্ড, ০২নং হাজিরহাট ইউনিয়ন, থানা-মনপুরা, জেলা। ১নং আসামী দেওয়া তথ্য মতে অত্র থানাধীন চরযতিন এলাকা হইতে কম্পিউটার ০১টি মনিটর ও ইলন কোম্পানীর ০১টি ব্যাটারী উদ্ধার করেন।