রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনামূল্যে বই পড়ার ও আবৃত্তি চর্চার সংগঠন ‘মলাট’র প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসির রাফিনকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাজিফা তাকিয়াকে
সদস্য সচিব করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) সংগঠনটির প্রস্তুতিকালীন উপদেষ্টাগণ এ প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।১২ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে মো. আব্দুল্লাহ এবং খাদেমুল ইসলাম সাকিব, সদস্য(সাংগঠনিক) সানজিদা আলম শাম্মী, সদস্য (আবৃত্তি) বিশাহ তাসনিম ঐশী, সদস্য (অর্থ) তানজিলা সুলতানা শিলা, সদস্য(দপ্তর) আইরিন সুলতানা আলো, সদস্য(প্রচার) আশরাফুল ইসলাম, সদস্য (গ্রন্থ ব্যবস্থাপনা) মো. ফারুক হোসেন, সদস্য হিসাবে আছেন সুমাইয়া ইসলাম সোমা এবং তাসনিমাহ খাতুন করা হয়েছে।কমিটি গঠনের পর আহ্বায়ক ফাহিম মুনতাসির রাফিন বলেন, “মলাট বেশ কিছুদিন যাবত রাবি ক্যাম্পাসে বই পড়া ও সাহিত্য চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার কাজটি করে চলেছে। আমরা নতুন সংযোজন হিসেবে আবৃত্তি চর্চার কাজটি শুরু করেছি বর্তমানে। বিনামূল্যে বই পড়ার আমাদের ফরম্যাটে মলাট ই একমাত্র সংগঠন রাবি ক্যাম্পাসে। আমরা আশা করি আমাদের সদস্যদের সহযোগিতায় অচিরেই মলাট হবে রাবির অন্যতম শ্রেষ্ঠ সংগঠন।সদস্য সচিব নাজিফা তাকিয়া বলেন, “আমার সাথে যারা কমিটিতে যুক্ত হলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মলাট একটি স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন। এখানে পদ-পদবী পাওয়া বা না পাওয়ার উপর কাজ নির্ভর করে না। বর্তমান এই স্মার্ট যুগেও অফলাইনে বই পড়তে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং আবৃত্তি চর্চার মাধ্যমে সুষ্ঠু সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা প্রত্যাশা করি।উল্লেখ্য, ‘মলাট’ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে মলাট চত্বর থেকে দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন উদ্যমে সুসংগঠিত উপায়ে যাত্রা শুরু করলো সংগঠনটি। প্রত্যেক মঙ্গলবারে তারা পঠিত বইয়ের উপরে আলোচনা সভা করে থাকে। এছাড়াও বিশেষ দিবসে অনুষ্ঠান ও সভা আয়োজন করা হয়ে থাকে।