পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী আলীকদম কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে ১০ দিস্তা খাতা ও ১ ডজন করে কলম উপহার দিয়েছেন আলীকদম উপজেলার দয়ালচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব কান্তি দাশ। একইসাথে প্রত্যেক শিক্ষককে একটি করে ডাইরী উপহার দেওয়া হয়। উক্ত উপহার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীকদম কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মুজিবুর রহমান (মানিক) এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। ২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কলেজের প্রিন্সিপল মুজিবুর রহমান (মানিক), প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, কলেজের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, আলীকদম কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর পর বিভিন্নজন কলেজ প্রতিষ্ঠায় নানানভাবে সহযোগিতার আশ্বাস দেন। এ ধারাবাহিকতায় সহকারী শিক্ষক বিপ্লব কান্তি দাশ ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থীকে ১০ দিস্তা পরিমাণ খাতা ও ১ ডজন উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।