1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন গ্রেফতার নওগাঁয় জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও চাকরিতে পুনর্বহালের জন্য মানববন্ধন কেশবপুরে অবৈধ রোমান ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান আমতলীতে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানে বিল যাচ্ছে ৬২ হাজার গ্রাহকের কাছে দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইসলামপুরে স্মরণসভা ইসলামপুরে যৌথ বাহিনী অভিযানে দেশীয় অস্র ও মাদকসহ আটক ৫ তজুমদ্দিনে ২০২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে “স্মরণসভা” কক্সবাজার জেলায় জুলাই-আগস্টে ছাত্র জনতার গনঅঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্বরণ সভা অনুষ্ঠিত হয়

কয়রায় দুর্বৃ‌ত্তের আগু‌নে দোকান পু‌ড়ে ছাই

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
খুলনার কয়রা উপ‌জেলার এক‌টি খুচরা সার ও কীটনাশক বি‌ক্রয় কেন্দ্র আগু‌নে পু‌ড়ে ভ‌স্মীভূত হ‌য়ে‌ছে। সোমবার দিবাগত রাত ১টার দি‌কে মহারাজপুর ইউনিয়‌নের দেয়াড়া গ্রামস্থ মেসার্স সিয়াম ষ্টোর আগু‌নে পু‌ড়ে নিশ্চিহ্ন হ‌য়ে যায়। দুর্বৃত্তরা আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দিয়েছে ব‌লে দা‌বি ক‌রেন স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান সানা। এ বিষ‌য়ে কয়রা থানায় এক‌টি জি‌ডি করা হ‌য়ে‌ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধ‌রে উপ‌জেলার দেয়াড়া বাজার মো‌ড়ে সুনা‌মের সা‌থে সার ও কীটনাশ‌কের পাশাপা‌শি মা‌ছের খাবা‌রের ব‌্যবসা ক‌রে আস‌ছে স্থানীয় ইউপি সদস‌্য আব্দুল মান্নান সানা। তার ব‌্যবসা দেখাশুনা ক‌রেন তার পিতা মাহবুল আলম সানা। সোমবার (২৫ ন‌ভেম্বর) মধ‌্যরা‌তে দোকান‌টি‌তে আকস্মীক  আগুন জ্বল‌তে দে‌খে এলাকাবা‌সি ইউপি সদস্যকে ফোন করেন এবং ফায়ার সা‌র্ভিস‌কে অবগত ক‌রেন। পরবর্তী‌তে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে তারই ম‌ধ্যে দোকা‌ন ঘরসহ সকল পণ‌্য পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। স্থানীয় ইউপি সদস‌্য ও দোকা‌নের স্বত্বা‌ধিকারী আব্দুল মান্নান ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আমা‌দের দোকা‌ন আগুন ‌দি‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে। আমা‌দের ‌দোকানসহ সব সার, কীটনাশক ও আসবাবপত্র পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও পু‌ড়ে গে‌ছে। এতে আনুমা‌নিক ৪ থে‌কে ৫ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। কয়রা উপ‌জেলা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের টিম লিডার আব্দুস স‌ালাম জানান, খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সা‌র বি‌ক্রেতার দোকা‌নের সব পু‌ড়ে গে‌লেও পাশ্ববর্তী দোকানগু‌লোতে আগুন লাগ‌তে পারেনি। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌য়ে‌ছে। তবে আগুন লাগার কারণ জানা যায়‌নি। কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ জিএম ইমদাদুল ইসলাম ব‌লেন, এ ব্যাপারে দোকানের মালিক আঃ মান্নান থানায় সাধারণ ডায়েরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com