1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর সমতার পৃথিবী আমাদের প্রতিশ্রুতি’’ প্রতিপাদ্যে দূর্গাপুরের তেবিলা উচ্চ বিদ্যালয় ১৬ দিন ব্যাপি বিভিন্ন আয়োজন রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লায় কোটি টাকার ইয়াবা জব্দ শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা মুন্সীগঞ্জে চিংড়িতে জেলি, শিং মাছে কাপড়ের রঙ

জলবায়ু ক্ষতিগ্রস্থ উপকূলী কিশোরীদের দাবি বৈষম্য দূর করতে হলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন করতে হবে, প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ

মোঃ ছোটন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে
নারী ও কিশোরীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলী নারী ও কিশোরীদের জলবায়ু সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় ও পর্যাপ্ত বিনিয়োগ, জনপ্রতিনিধিদের সচেতনতাই এবং কার্যকর উদ্যোগ বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবেলায় সরকারকে নারী শিক্ষায় বরাদ্দ, সরকারকে দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা, জলবায়ু অর্থায়নের ন্যায্যতা নিশ্চিতের মাধ্যমে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত, সরকার ও জনপ্রতিনিধিদের নারীর প্রতিসহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া সমাজ হতে দারিদ্রতা মুক্ত করতে পরিকল্পিত বিনিয়োগের বিকল্প নাই। মানববন্ধন উপলক্ষে কিশোরী ও নাগরিক সমাজের প্রতিনিধিগন এসব দাবী তুলে ধরে।গতকাল বুধবার  (২৭নভেম্বর)তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের সামনে কোস্ট ফাউন্ডেশন, জলবায়ু পরিবর্তন ও সক্ষমতা প্রকল্পের আওতায় চাঁদপুর কিশোরী শিক্ষা কেন্দ্রের আয়োজনে কিশোরীদলে সদস্যবৃন্দ, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। কোস্ট ফাউন্ডেশন, সিসিআর প্রকল্পের  প্রোগ্রাম অফিসার, রাজিব ঘোষের পরিচালনায় মানববন্ধনে সভাপত্বি করেন উপজেলা বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মোঃ শামীম হাওলাদার। মানববন্ধনে কিশোরী শিক্ষা কেন্দ্রের শিক্ষক, রিয়া আক্তার, পিয়ার লিডার-রিক্তা, কলেজ ছাত্রী-সানজিদা আক্তার সোহানা, পূর্ণিমা রানী দাস ও জাফরিন আক্তার, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের প্রভাষক-বিক্রম চন্দ্র দাস ও সহকারী অধ্যক্ষ-মোঃ সুমন বক্তব্য রাখেন।চাঁদপুর কিশোরী শিক্ষা কেন্দ্রের শিক্ষক, রিয়া আক্তার বলেন, বিভিন্ন পর্যায়ের গবেষনায় দেখা যায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উপক‚লীয় অঞ্চলে বাল্যবিয়ের গড় হার অনেক বেশি, যা প্রায় ৬৫-৭০শতাংশের মত। পরিবার ও সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি ও দারিদ্রতার বেড়াজালে আবদ্ধ হয়ে বাল্যবিয়ে, যৌতুকসহ কোনো না কোনোভাবে নারীরা সহিংসতার শিকার হচ্ছে। এটা তাঁদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।এসকল সমস্যা সমাধানের জন্য সুনিদৃষ্ট উপরোক্ত ভাবে ৬টি দাবী উত্থাপন করে।পিয়ার লিডার রিক্তা বলেন, আমরা দাবী জানাচ্ছি বাল্যবিবাহ ও নারীর প্রতিসহিংসতা বন্ধে সরকার ও জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে, আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে।কিশোরী সানজিদা আক্তার সোহানা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে আমাদের এলাকার বেশিভাগ পরিবার বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়েছে, তারা নিজ বসতভিটা ও কর্মসংস্থান হারিয়েছে। ফলে দরিদ্র পরিবারগুলোর অভিভাবকগন খরচ কমানোর জন্য মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছে। তাই সরকারকে নিকট আমাদের জোর দাবী উপক‚লীয় দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে এবং সমাজকে দারিদ্রতা মুক্ত করতে পরিকল্পিত বিনিয়োগ করতে হবে।পূর্ণিমা রানী দাস বলেন, জলবায়ু অর্থায়নের ন্যায্যতা নিশ্চিত করতে না পারলে কোনো ভাবেই জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে না, কারন সমাজের সর্বস্তর অর্থের মানদন্ডে নিয়ন্ত্রিত, তাই আমরা মনে করি সরকারি-বেসরকারি সকল উন্নয়ন ও কর্মপরিকল্পনায় জলবায়ু ক্ষতিগ্রস্থতার হার বিবেচনা করে, ন্যায্যতার ভিত্তিকে জলবায়ু অর্থায়ন করতে হবে, তবেই জেন্ডার ভিত্তিক ন্যায্যতা নিশ্চিত হবে। জলবায়ু অর্থায়নের ন্যায্যতা নিশ্চিতের মাধ্যমে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করতে হবে।জাফরিন আক্তার বলেন, বাল্যবিবাহ ও নারী প্রতিহিংসতার অন্যতম কারন দারিদ্রতা, আর বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপক‚লী অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বেকার হচ্ছে, বাস্তুুচ্যত হচ্ছে, হচ্ছে দরিদ্র। তাই সমাজের সর্বস্তরে নারী ও কিশোরীদের বিকল্প আয়ের উদ্যোগ নিতে হবে, এক্ষেত্রে সরকারের সকল স্তরে পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নিতে হবে।প্রভাষক বিক্রম চন্দ্র দাস বলেন, জলবায়ু ন্যায্যতা ছাড়া স্থায়ী দারিদ্র বিবোচন সম্ভব নয়, আর দারিদ্রতা দূর করতে না পরলে নারী ও কিশোরীদের প্রতিসহিংসতা বন্ধ করা সম্ভব হবে না। তাই উপক‚লীয় ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীদের জন্য পরিকল্পিত বিনিয়োগ করতে হবে, তাদের বিভিন্ন আয়বর্ধণমূলক কর্মসূচীতে অন্তভ‚ক্ত করতে হবে।সহকারী অধ্যক্ষ, মোঃ সুমন বলেন, নারীর প্রতিসহিংসতা, বাল্যবিবাহ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ যেমন জুরুরি, এ জন্য সরকার ও জনপ্রতিনিধিদে অবশ্যই সচেতন হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাতে হবে। তবে এ সমস্যার স্থায়ী সমাধান করতে হলে অবশ্যই নারী শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করে, তাদের স্বাবলম্বি করতে হবে।মোঃ শামীম হাওলাদার বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপক‚লীয় অঞ্চলে বহুমুখী আয়ের সন্ধান খুবই প্রতিবন্ধকতাপূর্ণ এবং বিকল্প আয়ের সুযোগ সীমিত, জনগোষ্ঠীর অধিকাংশই সুবিধাবঞ্চিত, খাদ্য সংকটসহ জীবনমান অতি দরিদ্রতাপূর্ণ। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারগুলো নেতিবাচক কৌশল অনুসরণ করছে, যেমন- সামান্য অর্থনৈতিক সাশ্রয়ের জন্য বাল্যবিয়ে দিয়ে তাদের মেয়েদের স্কুল থেকে সরিয়ে নিচ্ছে, এছাড়াও যৌতুক ও নারীর প্রতি সহিংসতার মতো ঘটনা প্রায়ই ঘটছে। তাই আজকের মানববন্ধন হতে উত্থাপিত দাবীসমূহ সরকার ও জনপ্রনিধিদেও বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবী জানাচ্ছি।রাজিব ঘোষ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় অঞ্চলে বহুমুখী আয়ের সন্ধান খুবই প্রতিবন্ধকতাপূর্ণ এবং বিকল্প আয়ের সুযোগ সীমিত, জনগোষ্ঠীর অধিকাংশই সুবিধাবঞ্চিত, আর্থ-সামাজিক বৈষম্যের প্রধান শিকার হচ্ছে নারী ও কিশোরীরা, অর্থনৈতিক অক্ষমতা তাদেরকে জেন্ডার ভিত্তিক সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। তাই এসকল সমস্যা সমাধানে সরকারকে অবশ্যই  জলবায়ু ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীর জন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com