যশোরের কেশবপুর পৌরসভা চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যশোরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দুই দিনব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা ক্যাম্প বুধবার বিকালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৫ টি রোগী ও বুধবার ৫০ রোগী স্বাস্থ্যসেবা পেয়েছে। বাত ব্যথা (জয়েন্ট, মাংসপেশী, নার্ভ, কোমরে, হাঁটু ও ঘাড়ে ব্যথা), প্যারালাইসিস, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও চিকিৎসা সেবা প্রদান করেন যশোর জেলা কনসালটেন্ট ডাক্তার বাপ্পি কবিশেখর। সমাপনী দিনে প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ ।