শুক্রবার (২৯ নবেম্বর) বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পালং খালী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যেবাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, পৃথিবীতে একমাত্র আল্লাহর আইনেই বৈষম্য নেই। আল্লাহ প্রদত্ত চন্দ্র ও সূর্যের আলোতে যেমনি মুসলিম- অমুসলিম বিভেদ করে না, তেমনি আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ বিনির্মাণ করতে পারলে সমাজ ও রাষ্ট্র থেকেও বৈষম্য দূর হবে। তাই জামায়াতে ইসলামী আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশ কে গঠন করতে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ । সতেরো কোটি মানুষ প্রত্যেকের নিজ নিজ সম্মান, নিরাপত্তা ও অধিকার নিয়ে জীবন যাপন নিশ্চিত করতে হবে। স্বাধীনতার পর থেকে যারাই দেশ পরিচালনা করেছে তারা দেশের মানুষ কে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। বরং ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়ে সমাজের সর্বত্র বিভেদ সৃষ্টি করে রেখেছে। ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কোন বিকল্প নেই জামায়াত নেতা জাহাঙ্গীর আলম এর পরিচালনায় উক্ত সহযোগী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা নায়েবে আমীর সাংবাদিক মাওলানা নূরুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার খাইরুল বাশার, মাওলানা আব্দুল করিম, ইউনিয়ন সভাপতি আবুল আলা রোমান, সেক্রেটারি আব্দুর রহমান, বায়তুল মাল সেক্রেটারি আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহান, মাওলানা গফুরুল্লাহ সহ আরো অনেকে।