মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীর ফাঁসি ও ইসকন নামের উগ্রবাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবীতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন প্রতিবাদ মিছিল ওবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দুর্গাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি জহুরুল ইসলাম এর নেতৃত্বে দুর্গাপুর উপজেলা সদরের ব্রিজের উপরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারীর ফাঁসি ও ইসকন নামের উগ্রবাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্গাপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মাওলানা জুবায়ের আহমেদ, মাও. আব্দুল ওয়াহিদ, ক্বারী হাসানুজ্জামান, মুফতি আব্বাস আলী, দুর্গাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গত ২৮ নভেম্বর বাগমারার তাহেরপুরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ ও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতার পুত্র শ্রী পার্থ দাসের ফাঁসির দাবী সহ বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী হিন্দু ধর্মাবলম্বীদের উগ্রবাদী সংগঠন ইসকন এর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বক্তারা। মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ শত শত ইসলাম ধর্মীয় অনুসারী বিভিন্ন পেশাজীবি জনসাধারণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত গত ২৮ নভেম্বর বাগমারা উপজেলার তাহেরপুরের আওয়ামী লীগ নেতার পুত্র শ্রী পার্থ দাস তার ব্যবহৃত ফেসবুক পেজে হযরত মুহাম্মদ সাঃ ও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে।এঘটনায় সেই দিন বিকেলে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে বাগমারা তাহেরপুর পুলিশ।