ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত এলাকা থেকে মাদক সহ আটক ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে সোমবার সকালে উপজেলা দানাজপুর সীমান্তে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট এম এন ইসফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন। বিজিবির দানাজপুর বিওপি কমান্ডার হাবিলদার রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সুত্র জানান, দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তের আখ সেন্টার নামে স্থানে সীমান্তের ৩৪০এর ৩ এস পিলার এলাকা দিয়ে রবিবার দিবাগত রাত ২ টার দিকে ৪ বাংলাদেশী ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ প্রাইভেট কার যোগে যাওয়া সময় বিজিবির দানাজপুর ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়ে। আটককৃতরা হলেন, দিনাজপুর পৌর শহরের বাহাদুর বাজারের পাহাড়পুর মহল্লার নুরুল হুদার ছেলে আহম্মেদ তানভির হুদা(৪৫) ও কহিনুর ইসলামের ছেলে রাব্বি ইসলাম(২৫), ফুলবাড়ি বাস স্ট্যান্ড মহল্লার সাজু মিয়ার কন্যা রামিসা জাহান নুপুর(১৮) এবং পুরাতন নিউ টাউনের আলতাফের মেয়ে মুক্তা বেগম(১৯)। ভ্রম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাদন করেন।সেই সাথে আহম্মেদ তানভির হুদাকে ৫ হাজার এবং অন্যান্যদের ৫ শ টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে।