1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিমকে সর্থন দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ

এস এম ছাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মেজর জেনারেল(অবঃ) ইব্রাহিমকে সর্থন দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ ।

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম এর পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এসময় চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে জয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এডভোকেট ফরিদ বলেন, এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি দলীয় মনোনয়ন পেয়েও আইনী জড়িলতায় আটকে যান। তাই এ আসনে নৌকা প্রতীক না থাকায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে জয়ী করার জন্য দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। শনিবার ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় জরুরী সভা ডেকে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এডভোাকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের পক্ষে চকরিয়া-পেকুয়ার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাকে জিতিয়ে চকরিয়া-পেকুয়াকে আরো উন্নত ও সমৃদ্ধ করার পথ সুগম রাখতে হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগ আজ প্রকাশ্যে ঘোষণা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, নৌকা প্রতীক না থাকায় সৈয়দ ইব্রাহীমকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তাকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। সভায় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, জেলা-আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়ে ধন্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে চকরিয়া-পেকুয়াকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।

আওয়ামী লীগ নেতা মুসলেহ উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন জাহাঙ্গীর আলম, জেলা আ.লীগ সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, সাবেক সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খ.ম বুলেট, হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, চিরিংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com