বরুড়া, কুমিল্লা: বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জয়নগর সিডিউলড কাস্ট উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেল বরুড়া আইটি লিমিটেড কর্তৃক আয়োজিত “ফ্রিল্যান্সিং শিখুন, ঘরে বসে আয় করুন” শীর্ষক সেমিনার।সেমিনারে উপস্থিত ছিলেন বরুড়া আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন, আঞ্চলিক পরিচালক মুশফিকুর রহমান সাকিন এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শীর্ষক কোর্সের প্রধান পরিচালক ও সাংবাদিক মাহবুব হাসান। মাহবুব হাসান ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এবং আমেরিকান সার্টিফায়েড বাংলাদেশের প্রথম ইজিন আর্টিকেল রাইটার হিসেবে সুনাম অর্জন করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান হালদার, বরুড়া প্রেস ক্লাবের সেক্রেটারি মো. ইকরামুল হক এবং বরুড়া আইটি লিমিটেডের মহেশপুর ব্রাঞ্চের পরিচালক জামিল আহমেদ বশির।সেমিনারের মূল উদ্দেশ্যসেমিনারের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং ডিজিটাল দক্ষতায় শিক্ষার্থীদের অগ্রগামী করা। সেমিনারে বিভিন্ন কোর্সের মাধ্যমে কীভাবে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করা যায় এবং ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বরুড়া আইটির কোর্সসমূহসেমিনারে বরুড়া আইটি লিমিটেডের কোর্সসমূহ নিয়ে পরিচিতি তুলে ধরা হয়। কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য:ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং ইউটিউব ও ফেসবুক মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং মাইক্রোসফট অফিস এপ্লিকেশন মাইক্রোসফট এক্সেল এডভান্সড কোর্সসেমিনারে বক্তৃতার প্রধান পয়েন্ট প্রধান বক্তারা ফ্রিল্যান্সিংয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন এবং এই খাতে কীভাবে আরো দক্ষতা অর্জন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীরা সেমিনারে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে পরামর্শ গ্রহণ করেন।প্রতিক্রিয়াবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান হালদার বলেন, “আমাদের বিদ্যালয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীরা এই সেমিনার থেকে অনেক কিছু শিখেছে যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।সমাপ্তি সেমিনারের আয়োজক বরুড়া আইটি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং বরুড়ার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখা হবে।