পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য জুুয়া খেলার অপরাধে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩জনের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাহয়েছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়াবাজার থেকে তাদের আটক করে কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফল উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর ধারাবহিকতায় গতকাল শনিবার (২৩ডিম্বের) রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বাজারের পুরাতন সিনেমা হলের ভিতর থেকে প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. আব্দুর রাজ্জাক, মো. কবির হোসেন ও সত্যনারায়ন দেবনাথ নামে ৩ জুয়ারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুর রাজ্জাক(৪৮) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক পদে ভোলা জেলায় কর্মরত আছেন।এছাড়া গ্রেফতারকৃত অপর আসামীদ্বয় মো. কবির হোসেন(৪৫) ও সত্যনারায়ন দেবনাথ (৫৫) পেশায় ব্যবসায়ী। প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানা গেছে।এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, অভিযোগের ভিত্তিতে কালাইয়া সুন্দরী সিনেমা হলের পুরনো ভবনে অভিযান চালিয়ে ৩জুয়ারীকে
গ্রেফতার করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বাউফল উপজেলা প্রশাসন এধরনের অভিযান অব্যাহত রাখবে।