দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক হাঁটি হাঁটি পা পা করে আজ ৭১ তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। কুুষ্টিয়া বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রোববার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়া প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা মদ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুন্সি মো. মনিরুজ্জামান। কুষ্টিয়া প্রেসক্লাবে সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী কৌশুলী আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া বিএমএ শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক এএফএম আমিনুল হক রতন, সন্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক যুগ্ম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু ও জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন।
অন্যান্যের মধ্যে ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রেসক্লবের সাবেক সভাপতি মুকুল খসরু, সাপ্তাহিক কুষ্টিয়া বার্তার সম্পাদক হাজী খাদেমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার ইকবাল মাহমুদ, দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মজিবুল শেখ, মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,এ্যাডভোটেক সিরাজ প্রমানিক প্রমূখ বক্তব্য রাখেন।