গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ ডিসেম্বর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে র্যালি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, থানা অফিসার ইনচার্জ বাদসা আলম, উপজেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি ও প্রভাষক এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী, দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।