টাঙ্গাইলের মির্জাপুরে মাটি লুটেরাদের বিরুদ্ধে কৃষকের গ্রাম্য সমবেত অনুষ্ঠিত হয়। সমাবেশে মাটি লুটেরাদের হাত থেকে মির্জাপুরের লৌহজং নদীর বেড়ীবাদ ও কৃষি জমি রক্ষার দাবি করা হয়।মির্জাপুর উপজেলার ঘুরাই ইউনিয়ন ভাই মাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশটি ওই গ্রামের লৌহজং নদী ও বেড়ীবাদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত কৃষকরা অভিযোগ করেন যে বহুরিয়া, বাইমাইল, কালাজানি এলাকার কতিপয় বালু ও মাটির লুটেরারা বিগত সময়ে ইট ভাটায় বিক্রি করে আসছিল। এছাড়া চক্রটি নদীর অংশ থেকে বেড়ীবাদের এক কিলোমিটার জায়গার মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। এতে ওই এলাকার শত শত আবাদি জমি নষ্ট বেড়ীবাদ হুমকির মুখে পড়েছে বলে দাবি করা হয়। সমাবেশে কমেটির সভাপতি ডিএম শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক শামসুল সিরাজ নুর আব্দুর রশিদ তালুকদার,আব্দুল রশিদ,আলম শিকদার,আব্দুল ছবুর সহ শতাধিক মানুষ অংশ নাই। উপস্থিত সভায় প্রশাসনের সহযোগিতা কামনা করে সমাবেশ সমাপ্তি ঘোষণা করে।