মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ডিসম্বের সাতক্ষীরা জেলা বিএনপি কর্তৃক বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন, শহরের হাটের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আসিফ চত্বরে গিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় , সেই সময় শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ এখতিখার আহমেদ, সেই সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহউদ্দিন মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি এড নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা কৃষকদলের সভাপতি সালাহউদ্দিন লিটন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। সেই সময় বক্তারা ৭১সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের বীরত্বের কথা স্মরণ করে আলোচনা করেন।