1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘ রাজশাহী দূর্গাপুরে কলেজের অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ টঙ্গীতে মুসল্লীর মৃত্যু প্রতিবাদে শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিক্রয়ের প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন পতিত ফ্যাসিস্ট সরকারের সময় দেশে ওয়াজ-মাহফিলেও বাধা ছিল: ভুলু রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ বরগুনায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে আ’লীগের গোপন শপথ সরকারের উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন- জামালপুরে এম রশিদুজ্জামান মিল্লাত রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৬

দেবীর দলীয় নেতা কর্মী নিয়ে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতা

মো আলামিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় নেতা-কর্মীদের নিয়ে খানাখন্দে ভরা দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতা আবুল বাশার বসুনিয়া।দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে টেপ্রীগঞ্জ ইউনিয়নের নতুন সরকার পাড়া এলাকায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়। পঞ্চগড় জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বসুনিয়ার নেতৃত্বে সংস্কার কাজে অংশগ্রহণ করেন দলটির প্রায় দেড়শতাধিক নেতাকর্মী।স্থানীয় সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সরকার পাড়া এলাকার হালিম মাস্টারের বাড়ি থেকে হাজির হাট তালতলা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে ছয়টি গ্ৰামের প্রায় চার হাজার মানুষের যাতায়াত। বিগত ১৫ বছরে সরকারি ভাবে সংস্কারের কোন উদ্যোগ গ্ৰহন না করায় খানাখন্দে ভরা এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকার সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর প্রায় দেড় শতাধিক কর্মী স্বেচ্ছাশ্রমে এই রাস্তা সংস্কার করেন।এদিকে, দলীয় নেতাকর্মীদের নিয়ে জামায়াত নেতার স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গাজকাটী এলাকার নজরুল ইসলাম নামে এক এলাকাবাসী বলেন, “পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে গত ১৫ বছরে এই কাঁচা রাস্তাটি সংস্কার করা হয় নি। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের চলাচলে অনেক সুবিধা হবে।এবিষয়ে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বসুনিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশকে নতুন করে গড়তে চায় ছাত্র জনতা। ছাত্র সমাজের সেই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের দেবীগঞ্জে চলাচলের অনুপযোগী দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। জনগণের স্বার্থে এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com