ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। বাংলাদেশের সংবিধান আপনাদেরকে সেই অধিকার দিয়েছে। এই ভোটের অধিকার কায়েম করতে গিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে ছাত্র ও তরুণ ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাদের গণতন্ত্রকে বিজয়ী করতে হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার নির্বাচনি প্রচারণার বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই কথা বলেন।তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে যাব এবং ভোটকেন্দ্রে আমরা সবাই ভোট উৎসব করব।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ হবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর-এ আলম মুক্তির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আ.ফ.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সহ-সভাপতি রওশনুল হক তুষার, অশোক কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো প্রমুখ।