1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান পিরোজপুরের নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু তালতলীতে পিস্তলসহ সন্ত্রাসী আটক, সন্ত্রাসীর গুলিতে আহত ১ পটুয়াখালীতে জাগরনী মহিলা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত নড়াইলে কালিয়া উপজেলা পরিষদের জমি বেদখলের উপক্রম ইউএনও টঙ্গিবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ ও কয়েকটি বিদ্যালয় পরির্দশনে করেন নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস -২০২৪ অনুষ্ঠিত কালিহাতীতে সৎ মায়ের নির্মম অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু জান্নাত কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

মোংলায় আগুনে ৩টি দোকান ভস্মীভূত

মোঃ মারুফ বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

মোংলায় ফার্নিচারের দোকানসহ আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কবরস্থান রোড এলাকার বান্ধাঘাটার দোকানগুলোতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এতে প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আগুনের শিখা দেখতে পেয়ে মোংলা ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের ধারণা ইলেকট্রনিক্সের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এর আগেই হারুন শিকদার (৬০) এর দর্জির দোকান, মোঃমাসুদ শিকদার (২৯) এর ইলেক্ট্রনিক্সের দোকান ও মোঃ ফারুক হোসেন (৫০) এর ফার্নিচারের দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়ে যায়। এবং বাবুল ফকির (৫৫) এর চায়ের দোকানের কিছু মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ লিটন হাওলাদার বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক জানাতে পারছি না।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক হোসেনের স্ত্রী জানান, আমরা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম।আগুন আমাদের সব কেড়ে নিয়েছে।আমরা এখন কিভাবে এই ঋন শোধ করবো?
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান,মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন,শর্টসার্কির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস সময় মত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।তাদের ব্যবসা যেনো আবারও চালু করতে পারে এজন্য আমার ও পৌরসভার পক্ষ থেকে যতটুকু পারি যহযোগীতা করবো।
মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার জানান, আগুন লাগার খবর শুনেই চলে আসি। এসে দেখি তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগার কারণ জানাতে পারছি না। তবে আগুনের ধরণ দেখে মনে হচ্ছে। শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com