1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বাসের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২ পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মামলার বাদিকে হেনেস্থাার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রতিটি ওয়ার্ডে হাজির হচ্ছেন মেয়র নিজেই: চট্টগ্রামে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত ফ্যাসিবাদকে দুর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ভাঙ্গায় প্রণোদণা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ রাবিতে খেলায় মারামারি নিয়ে বির্তক যেন পিছুই ছাড়ছে না কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক

সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নৌকা মার্কার বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেলিম রেজা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি-২০২৪ খ্রীঃ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় শেষ দিনে নৌকা মার্কার বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী সমর্থনে নির্বাচনী বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজন,

বৃহস্পতিবার (৪ জানুয়ারি -২০২৪) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী ভিক্টোরিয়া হাইস্কুলে জমায়েত ও সমাবেশ শেষে মুজিব সড়ক দিয়ে বাজার স্টেশন হয়ে এস.এস. রোড় হয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা মিছিলটি শেষ হয়। এপ্রচারণা মিছিল ও সমাবেশে পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন ব্যবসায়ী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ও সর্বসাধারণ মানুষেরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশ গ্রহন করে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কা, হেনরী আপার মার্কা নৌকা মার্কা , ৭ জানুয়ারির মার্কা নৌকা মার্কা, আমার তোমার মার্কা নৌকা মার্কা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, শ্লোগানে মুখরিত করে এবং সাংস্কৃতিক দলের গানে গানে মাতিয়ে রাখে পুরো শহর এ এক উৎসবে পরিনত হয়।

এতে সমাবেশ ও বর্ণাঢ্য মিছিলের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার দিক নিদর্শনায় মিছিলের নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার।

এসময়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমলকুমার দাস,অ্যাডঃ আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী শেখ, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুর রহমান রানা, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, আব্দুল হামিদ সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ পিয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ দানিউল ইসলাম, ইমরুল সিরাজী তপন,অ্যাডঃ কায়সার আহমেদ লিটন, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ পান্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক , ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালিকদার, দপ্তর সম্পাদক অ্যাডঃ রজব আলী সরকার, ধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, বনপরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুর রহমান নাসিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কল্পনা ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস.এম নাছিম রেজা নুর দিপু, জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী যুবমহিলালীগের সভাপতি রোমানা রেশমা, সাধারণ সম্পাদক আফরিন মায়া, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন- আহমেদ সহ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধিগণ, সর্বসাধারণ মানুষদের অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন – আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন দিন নৌকা মার্কায় ভোট দিন সবাই নৌকা মার্কায় ভোট দেবার তাগিদ দিবেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এর মাধ্যমে আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো যা টেকসই অর্থনীতি, মেধাভিত্তিক শিক্ষা, উন্নত সমাজ, ন্যায়পরায়ণ বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com