পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার এ আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে বিপথগামী ও পথভ্রষ্ট বলেছেন।
গতকাল বুধবার রাতে সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাটে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাপা প্রার্থীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোনে আফজাল হোসেনের বিপথগামিতা ও পথভ্রষ্টতার কথা জানিয়েছেন উল্লেখ করে রুহুল আমীন হাওলাদার বলেন, তাঁর (আফজাল) বিবেকেরও বিপর্যয় হয়েছে।
পথসভায় রুহুল আমিন বলেন, ‘ওবায়দুল কাদের আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন, কোনো অসুবিধা আছে আপনার? আমি বলেছি, আওয়ামী লীগসহ সবাই সহযোগিতা করেছে, কিন্তু একটা ছেলে বিপথগামী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তিনি বললেন, কে? আমি বললাম, আফজাল। তিনি বললেন, আরে রাখেন আপনি, আমার দল আপনার সঙ্গে আছে। আপনি কাজ করেন, প্রধানমন্ত্রীর বেস্ট উইশেস ফর ইউ। এটা আমাকে বলেছে, সুতরাং আলহামদুলিল্লাহ।’
জাপার এই গুরুত্বপূর্ণ নেতা আরও বলেন, ‘ওখানে কে বা কারা মঞ্চে থেকে আফজালকে চালায়, আমি জানি না। ছেলেটি এত আদরের, এত স্নেহের, আমাদের মমতায় বড় হয়ে সে আজ পথভ্রষ্ট। সে যায় কংগ্রেস পার্টির এক লোককে সাপোর্ট করছে। তাঁর বিবেকের বিপর্যয় হয়েছে। কারণ, আওয়ামী লীগের সভানেত্রী আমাকে লাঙ্গল দিয়েছে। কিন্তু সে কোন সাহসে কোন পাওয়ারে ডাব মার্কাকে সাপোর্ট দেয়?’
পথসভায় রুহুল আমিন বলেন, ‘তাঁকে সাপোর্ট দেওয়ার চিঠি কে দিয়েছে সেটাও দেখাতে হবে। সে কি প্রাইম মিনিস্টারের চেয়েও বড় হয়ে গেছে? যারা দেশ চালায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমার কথা হয়। নির্বাচনের পর এটা অনুসন্ধান করে দেখব।’
রুহুল আমীন হাওলাদার বলেন, ‘ভারত তো আমাদের প্রতিনিধি। তারা কীভাবে আছে আমি তো জানি। কালকে গেছিলাম ভারতের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার আমন্ত্রণে ঢাকায়। যারা এই দেশ চালায় তাদের সঙ্গে কথা বলে এসেছি। আমি তো কোথাও কোনো বিচ্যুতি দেখি নাই।’
এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, ‘সে (রুহুল আমীন) আমাকে নিয়ে কেন আক্রমণাত্মক কথা বলছে সেটা আমি বলতে পারব না। তাঁর এই বক্তব্য দেউলিয়াত্বের আত্মপ্রকাশ, সে দেউলিয়া হয়ে গেছে। পটুয়াখালীর মানুষ তাঁর এই বক্তব্য ভালোভাবে নেয়নি।’
উল্লেখ্য, রুহুল আমিন হাওলাদার ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্যপদে নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হওয়ায় পটুয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়।
ঐ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান প্রমুখ।