চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ২’রা জানুয়ারি “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয় এবং র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম আবু সুফিয়ান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু বক্কর ছিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার; ডাঃ মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার; মো: জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মো: আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার; মো: শাহিন আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা মোহা: বজলুর রশিদ সোনু, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শিবগঞ্জ উপজেলা ইউনিট কমান্ড; মো: আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড; চাঁপাইনবাবগঞ্জ; মোহা: তরিকুল আলম, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ড, চাঁপাইনবাবগঞ্জসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।