বরগুনা সরকারি জেনারেল হাসপাতালের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে রুবেল (৩০) নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. মিজানুর রহমান এ বিষয়টি জানিয়েছেন।
রুবেল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায়ই হাসপাতালের বৈদ্যুতিক মালামাল, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরিসহ নানান অপকর্ম হয়। এ সংশ্লিষ্ট দুই একটি বিষয় প্রকাশ পায়, কিন্তু অনেক ঘটনা চাপা পড়ে থাকে। হাসপাতালের নিরাপত্তার জন্য প্রশাসনের ও কর্তৃপক্ষের কঠোর নজর রাখা উচিত। কারণ, সকল শ্রেণির মানুষ ও তাদের পরিবার-পরিজন অসুস্থ হয়ে চিকিৎসার জন্য এখানে আসে। তাই সবার স্বার্থে তদারকি জোরদার রাখা উচিত।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বলেন, হাসপাতাল থেকে বৈদ্যুতিক তার খুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে রুবেল। স্থানীয়রা এ চোরকে চিহ্নিত করে আমাকে খবর দিলে আমি বিকেল সাড়ে ৩টার দিকে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের (তত্ত্বাবধায়ক) সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।