কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৩ ফেব্রুয়ারী বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ভুরুঙ্গামারী থানার শিংঝার গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ আবেদ আলী (৩৩),।
নাগেশ্বরী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই তাজ ও এএসআই সোহেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজমাতা কানুর কুটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।