মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ভেতর কিন্ডার গার্ডেন শাখায় অত্র মাদ্রাসার নূরানী শাখার শিক্ষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম ঝাড় ফুক দিয়ে জিন ছাড়ানো নামে সরিষার তেল ও পানি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। ঘটনার স্থলে গিয়ে দেখা যায়, শিশু বাচ্চাদের ঝাড়- ফুক দেওয়ার নামে নিচ্ছে ৫০-১০০ টাকা, ঔষধ দেওয়ার নামে নিচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবগত রয়েছে বলে জানান তিনি গণমাধ্যমকে। এলাকাবাসীর অভিযোগ ও তথ্য মতে সত্যতা পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ একটি সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এরকম কাজ কিভাবে করতে পারে। স্থানীয়দের সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর, মাদ্রাসার একটি কক্ষে তিনি এই ব্যবসায়ী নেমে পড়েন। তিনি এভাবে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের দৃষ্টির আড়ালে।