সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে চোরাকারবার চক্রের সক্রিয়তা বাড়ছে। উপজেলার একাধিক সীমান্তপথ ব্যবহার করে প্রতিদিনই ভারত থেকে অবৈধভাবে শত শত গরু-মহিষ আনা হচ্ছে। চোরাকারবারি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এসব গবাদি পশু দেশের অভ্যন্তরে সরবরাহ করা হচ্ছে। সীমান্তের দুর্গম পথ দিয়ে রাতের আঁধারে এই চোরাচালান কার্যক্রম চলছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নজরদারি কম থাকায় চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। মাঝে মধ্যে বিজিবির অভিযান হলেও সিন্ডিকেটের শক্ত অবস্থানের কারণে চোরাচালান বন্ধ হচ্ছে না। বিশেষ করে পেকপাড়া ও বাঁশতলা সীমান্তপথ দিয়ে বেশি গরু-মহিষ আনা হচ্ছে।