ভোলায় রাতের আঁধারে তরকারির সাথে নেশাদ্রব্য মিশিয়ে একই পরিবারের ছয়জনকে সচেতন করে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত ডাকাতবৃন্দ।
ভোলা জেলার লালমোহন উপজেলা লর্ড হার্ডিঞ্জ ইউয়ানের ৩ নং ওয়ার্ড আবদুল হাই মেম্বারের বাড়িতে গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাতে এই ঘটনা ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত চার জন আহত রয়েছেন। আহত মোঃ আল আমিন জানান তিনি গতকাল রাতে বাজার থেকে এসে খাবার খান পরিবারের সকল সদস্য একসাথে তারপরে তার মাথাটা ঘুরায় এবং তিনি ঘুমিয়ে পড়েন ঘুম থেকে যখন তিনি উঠেন তখন দেখেন তার পাশে অনেক লোক এবং ডাক্তার বসে আছে তিনি জানান তিনি তারপর তদন্ত করেন দেখেন তার ঘরের থেকে বাথরুমের জানালার গ্রিল ও পাশের রুমের গ্রিল কেটে ডাকাত প্রবেশ করে দুটি স্টিল আলমারি ভেঙে অন্ততপক্ষে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায় পিছনের বাথরুমের জানালার পাশে একটি মই পাওয়া গিয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আহতরা হচ্ছেন মোহাম্মদ আলামিন ( ৪১), মোহাম্মদ আবদুর রহমান (৪৬), সোনিয়া বেগম ( ২৯), নুরজাহান বেগম (৬৫), লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহপরিচালক মোঃ জামাল উদ্দিন বলেন আহতদের নেশার দ্রব্য খাইয়ে বেহুশ করে ডাকাতি করা হয়েছে যা ভবিষ্যতে তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়নি।