নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বেশিরভাগ নদ-নদীগুলো দখল হয়ে গেছে। এসব নদীগুলোকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে। দখল উচ্ছেদের এই প্রক্রিয়া চলমান আছে। আমরা নদী দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। দখলমুক্ত করার কাজ চলমান থাকবে।
আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়ী হয়েছি। কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন বড় চ্যালেঞ্জ। সেটা আশা করি সফল হবো। দেশের উন্নয়ন অনেকটা দৃশ্যমান। আভ্যন্তরীণ নৌপথ বৃদ্ধি করা হয়েছে। জনগণ এর সুফল পেতে শুরু করেছে। তাছাড়া আমাদের টার্গেট ধারাবাহিকভাবে ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহর যেগুলো আছে সবসহ দেশের নদীগুলোকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে, এটা চলমান প্রক্রিয়া। এর বাইরে দূষণের ব্যাপারে আমরা কথা বলছি। বায়ুদূষণ আমাদের বড় চ্যালেঞ্জ। পরিবেশ মন্ত্রীর (সাবের হোসেন চৌধুরী) সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন- তিনি এ ব্যাপারে জোরালো অবস্থান নেবেন। এই সহযোগিতাটা পেলে আমরা আরও জোরালো অবস্থান গ্রহণ করতে পারবো দূষণের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আমরা বিভিন্ন কাজ শুরু করেছি এবং এখনো তা চলমান আছে। আমাদের মূল টার্গেট ছিল অভ্যন্তরীণ নৌপথ দশ হাজার কিলোমিটার তৈরি করা, সেটা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। প্রধানমন্ত্রী সেটার অনুমোদন দিয়েছেন। আমাদের পায়রাবন্দরের টার্মিনালে জাহাজ আসা শুরু করেছে ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বিদেশি অপারেটর সৌদি আরব আমাদের পতেঙ্গা টার্মিনাল নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে। টার্মিনালে আমাদের অগ্রগতি অনেক আছে। এই কাজগুলো চলমান, চলমান কাজগুলো এগিয়ে নেওয়া আমাদের দরকার।