শেরপুরে মাইক্রোবাস, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে গৌরব দে(২৫) ও রনি(১২) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫জন। শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের শেরপুর-জামালপুর সড়কের শেরপুর পৌরসভার পূর্বশেরী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে ২২ ফেব্রুয়ারি, শনিবার দিবাগত গভীর রাতে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী গৌরব দে ও রনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।