1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়সারা রাস্তার কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃত্বকে ‎ দুমকীতে হাজারো নেতাকর্মীর সংবর্ধনা ‎ নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে ক্রিয়া সামগ্রী বিতরণ বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা লাইজুদ্দিন গাজীপুরে ছিনতাই কারির আঘাতে মৃত্যু সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষাথী চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইপিজেডকর্মী নিহত জামালপুর বকশীগঞ্জ সীমান্তে নারীসহ সাত জনকে পুশইন ঝালকাঠি-১ আসনের মানবতার ফেরিওয়ালা গণমানুষের নেতা সেলিম রেজা-দুর্দিনের কান্ডারী দোহার উপজেলার জয়পাড়া হাট-বাজারের ‘তোহা-বাজার’ এর সরকারি সম্পত্তির আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক

মোড়েলগঞ্জে সরকারি খাল থেকে মাছ চুরি করেছে স্থানীয় নেতারা।

SD Mizan Farazi
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে নব্বইরশি বাসষ্ট্রান্ড সংলগ্ন সরকারি খালে জাল ফেলে গভীর রাতে মাছ ধরে নিয়েছে দুর্বৃত্তরা। জানাগেছে, পৌরসভার শহরের ৪ নং ওয়ার্ড বাসষ্টান্ড সংলগ্ন সরকারি খাল থেকে শুক্রবার গভীর রাতে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল জাল ফেলে কোরাল, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, মিনারকাপ, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ মন মাছ ধরে নিয়ে যায়। গত ২ বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে এ খালটি প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায়ে সরকারিভাবে ডাক হয়। এক বছরের চুক্তিতে ৫ জন গ্রহিতা লিজ নেয়। পরবর্তীতে তাদের মেয়াদ শেষ হওয়ায় সর্বশেষ ৩ ফেব্রুয়ারি সহকারি কমিশনার (ভূমি) অফিস থেকে পুনরায় অনলাইনে লিজ নেওয়ার আবেদন প্রদানের জন্য নির্দেশনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলছেন, গত এক সপ্তাহ ধরে ৩/৪ বার রাতের অধারে লেকের মাছ ধরে নিয়ে যাচ্ছে একটি চক্র। সরকারি দপ্তরের একজন গাড়ির ড্রাইভারও উপস্থিতি থেকে মাছ ধরে নিয়েছে বলে অভিযোগ রয়েছেন। ২০২৩ সালে ওই লেকে লিজ নেওয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নান্না শেখ বলেন, ২ লাখ ৭৫ হাজার টাকায় একটি অংশে তিনি মাছ ছেড়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার পূর্বে মাছ ধরতে গেলে প্রশাসন বন্ধ করে দেয়। পরবর্তীতে একটি গ্রুপ ওই লেকে দখলে যায়। এ বিষয়ে মোরেলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, নব্বইরশী সরকারি লেকটিতে গত ২ বছর পূর্বে একবার ডাক দিয়ে সরকারি রাজস্ব আদায় হয়েছিলো। সর্বশেষ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার ডাক আদায়ে দায়িত্ব নিয়েছিলেন। নতুন করে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি লেকটিতে সরকারিভাবে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো। তবে, আবেদনই পড়েনি। রাতের আধারে মাছ ধরার বিষয়ে তিনি অবহিত নন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এর সাথে জড়িত রয়েছে বর্তমান সময়ের প্রভাবশালী নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com