২৩/০২/২৫ তারিখ বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকা হতে ছিনতাইকালে মোঃ শরীফ হাং (৪০), পিং -আঃ রব, সাং -ছোট তালতলী, ০৯নং এমবালিয়াতলী ইউপি, থানা ও জেলা- বরগুনাকে ধৃত করে বরগুনা সদর থানা পুলিশ।ধৃত আসামীর হেফাজত হতে ছিনতাইকৃত ০১টি ভ্যানিটি ব্যাগ, ৪৪৫০ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি দেশীয় লোহার তৈরি চাকু উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে বরগুনা সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীর নামে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।