দেশের দক্ষিণের জনপথ বরগুনায় এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। একই ব্যক্তির বহুরূপী পরিচয় দিয়ে অনেকদিন যাবত বিভিন্ন এলাকায় ডাকাতি করে এসেছেন। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদরের ছোট গৌরিচন্নার দুই নং ওয়ার্ড হতে সবুজ মিয়া নামে একজনকে গ্রেফতার করে বরগুনা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সবুজ মিয়া ময়মনসিংহ জেলার ভাবখালি কোতয়ালী মডেল থানার বাসিন্দা। পিতা মৃত আবু বকর সিদ্দিক। সবুজ মিয়া বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকাতি করতো এবং মাঝে মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করতে বলে জানা যায়। একই ব্যক্তি সবুজ মিয়া একা একা এলাকায় এক এক নামে পরিচিত ছিল।সবুজ মিয়া ওরফে শ্যামল, মামুন, রোমান, রুমন, ওয়াকিল, সুলতান নামে ডাকাতি করত। দেশের বিভিন্ন থানায় ১২ টি ডাকাতি মামলা রয়েছে তার বিরুদ্ধে। থানা সূত্রে আরও জানা যায়, সবুজ মিয়া ডাকাতের সময় তাদের সদস্যদের সাথে জিপিএসও মোবাইল ফোনে লোকেশন জেনে নিতো। ছোট গৌরিচন্না বাজারে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তখন এলাকাবাসী তার পরিচয় জানতে চাওয়ায়, আইনের লোক বলে পরিচয় দেয়।