কক্সবাজার টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেলে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফের নাইক্ষ্যংখালী সাকিনস্থ মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মা*দক কা*রবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের ২/৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের হেফাজত হতে সর্বমোট ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মা*দক কা*রবারীদের বিস্তারিত পরিচয়- ০১। মোঃ সামশুল আলম (৩৫), পিতা-মৃত আব্দুল গফুর, মাতা-লায়লা বেগম,
০২। মোঃ নুরুল আফছার (২২), পিতা-মোঃ ফজলুল হক, মাতা-তাহেরা আক্তার,
০৩। আব্দুর শুক্কুর (৩৯), পিতা-মৃত কামাল আহম্মেদ, মাতা-সাহারা খাতুন, ০৪। ছলিম উদ্দিন (২৫), পিতা-ছিদ্দিক আহম্মদ, মাতা-ছখিনা খাতুন, সর্ব সাং- নাইক্ষ্যংখালী, ০২নং ওয়ার্ড, মৌলভীবাজার, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে অভিনব পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে মর্মে জানায়। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।