রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের উড়াকান্দায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মুক্তার হোসেন মহয় নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল ২৫শে ফেব্রুয়ারী ভোররাতে অভিযান চালিয়ে মহয়কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত মহয় সদর উপজেলায় বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আলী মুদ্দিন মন্ডলের ছেলে।রাজবাড়ী সদরের অস্থায়ী সেনা ক্যাম্পের একটি দল ২৫শে ফেব্রুয়ারী ভোররাতে উড়াকান্দা বাজারের পাশে মুক্তার হোসেন মহয়ের বাড়ীতে অভিযান পরিচালনা করে।অভিযানে একটি দেশীয়ও আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ড কার্তুজ,২৬৬ গ্রাম গা্ঁজা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করে এবং মহয়কে গ্রেপ্তার করে।রাজবাড়ী সদর থানায় মহয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে মহয়কে কারাগারে পাঠানো হয়।