গতকাল আনুমানিক ৭ ঘটিকার সময় ঠাকুরগাঁও কালেক্টর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানে মারা মারির সূচনা হয়।মারা মারিতে ৬ জন আহত হয়।তাদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় এবং একজন গুরতর আহত। তার মাথায় আঘাতের চিহ্ন ও পিঠে গভির আঘাত রয়েছে।সে এবার এস এস সি পরীক্ষার্থী। তার নাম তুর্য ভট্টাচার্য তার পিতার নাম চঞ্চল ভট্টাচার্য। তার বাসা ঠাকুরগাঁও জেলার, ঠাকুরগাঁও সদর থানার কালীবাড়ি এলাকায়। কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যাপকের সাথে কথা বললে তিনি জানান যখন এ ঘটনা ঘটে তখন অনুষ্ঠান শেষ। এই ঘটনা জানার পর জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর হাসপাতালে দেখতে আসেন। তাদের সাথে কথা বলে জানা গেছে যে জেলা প্রশাসক ইসরাত ফারজানা আহত ছাত্রের চিকিৎসার সমপর্কে কথা বলেছেন চিকিৎসকরা উনাকে জানান উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর বা রংপুর যাওয়ার জন্য বলেছেন।জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেছেন আমরা এ বিষয়ে তদন্ত চলমান আছে। ঘটনার কথা জিজ্ঞাসা করলে বলেন আমরা এ ঘটনার সূত্রপাত সমপর্কে অবগত নই।