1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার নিয়ামতপুর রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রৌমারীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা প্রস্তুত সোনারগাঁয়ে ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা দরপত্র আহ্বান পরিবেশ ধ্বংসের দায়ে সাতকানিয়ায় অভিযান পরিচালনায় দুই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিচয় মিললো ৮দিন বয়সের শিশুটির কয়েকদিন টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক স্কুল পরিচালনায় অনিয়মের অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি ভিত্তিহীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক সভায় গঠিত হলো এক্স-ক্যাপ ২০২৫ কার্যনির্বাহী কমিটি)

কোটি টাকা নিয়ে লাপাত্তার অভিযোগ সমবায় সমিতির সম্পাদকের বিরুদ্ধে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদে সদস্যদের জমা দেওয়া সঞ্চয়ের প্রায় এককোটি টাকা নিয়ে উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে ২০১৬ সালের ২৭ নভেম্বর প্রথমে একটি লাইসেন্স বের করে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ হয়। যার রেজিস্ট্রেশন নং- ৫২ (বায়ান্ন) পিডি। পাঁচ বছরে দ্বিগুণ মুনাফা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। প্রথম পর্যায়ে গ্রহদের জনপ্রিয়তা অর্জন করলেও ২০২৩ ইং সালের শেষের দিক থেকে প্রতিষ্ঠানটির সম্পাদক হরিপদ মন্ডলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন গ্রাহকরা। প্রথমে সম্পাদকের সহযোগিতায় প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার শিশির মন্ডল ভারতে চলে যান। তার কিছু দিনের মধ্যেই গ্রাহকের কোটি টাকা ও সমিতির মাধ্যমে ক্রয়কৃত জমি বিক্রির নগদ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান সম্পাদক হরিপদ মন্ডল। পরবর্তীতে গ্রহদের চাপে ফিল্ড অফিসার হরষিত মন্ডল আত্মগোপনে চলে যান। প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্বপ্রাপ্ত সম্পাদক হরিপদ মন্ডল সহ কর্মচারীরা পালিয়ে থাকায় সদস্যরা তাদের সঞ্চয়কৃত টাকা উদ্ধার করতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন।
পলাতক অবস্থায় থাকা উন্নয়ন সমবায় সমিতির ফিল্ড অফিসার রামচন্দ্রপুর গ্রামের হরষিৎ মন্ডল মুঠোফোনে বলেন, এলাকার অনেক মানুষ তার মাধ্যমে ওই সমিতিতে টাকা জমা রেখেছেন। টাকার পরিমাণ কোটি টাকার কাছাকাছি হবে। এছাড়াও তিনি ঋণ বিতরণ ও কিস্তি আদায় করতেন। অফিসে গিয়ে মালিক (সম্পাদক) হরিপদ মন্ডল ও ব্রাঞ্চ ম্যানেজার শুভ বিশ্বাসের কাছে বড় বড় অঙ্কের সঞ্চয়ের টাকা জমা দিয়েছেন। ফিল্ড অফিসার এর কাজ করেন তিনি। এখন গ্রাহক ও এলাকার লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছেন। হয়রানির ভয়ে তিনি এলাকা থেকে দূরে পালিয়ে রয়েছে।
ভুক্তভোগী গ্রাহক ফরিদা বেগম বলেন, প্রায় তিন বছর আগে এই সমিতিতে ৭ লক্ষ টাকা জমা রেখেছিলাম। কিন্তু এখন মালিকপক্ষ ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় অফিস বন্ধ হয়ে গেছে। আমার স্বামী অসুস্থ তিনটি মেয়ে কোন ছেলে সন্তান নেই। স্বামীর চিকিৎসাও চলে না ঘরে বাজারও করতে পারিনা। আদৌ টাকা পাবো কিনা জানিনা।
ভুক্তভোগী নুর আমিন জানান, ডাবল পাবার আশায় সঞ্চয় ও ডিপিএস রেখেছিলাম। আমার এই সমিতিতে প্রায় ৬ লক্ষ টাকা জমা আছে। মালিকপক্ষ পালিয়ে যাবার পরে টাকা পাবার আশা ছেড়ে দিয়েছি। শুনেছি কিস্তি বাবদ গ্রহদের কাছে কিছু টাকা অফিসের মাধ্যমে ফিল্ডে দেয়া আছে। অফিস বন্ধ হয়ে যাওয়ায় ওই টাকাও তারা উঠাতে পারছে না। যদি মালিকপক্ষ পুনরায় অফিস খুলে কিস্তি কালেকশন করে তাহলে কিছু টাকা আমরা পেতাম।
এসব অভিযোগের বিষয় জানতে উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক হরিপদ মন্ডল ও ক্যাশিয়ার শিশির মন্ডলের কাছে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ হাসান রকি জানান, নেছারাবাদ উপজেলায় সমবায় সমিতির বিষয়টি নিয়ে আমি চিন্তিত। একাধিক সমবায় সমিতির মালিক-কর্মচারীরা পালিয়ে গেছে। আমি এখানে যোগ দানের পূর্বে গণহারে সমবায় সমিতির লাইসেন্স দেয়া হয়েছিল। আমি এসে একশত দশটি লাইসেন্স বাতিল করেছি। যদি কেহ সমবায় সমিতির লাইসেন্স নিয়ে অপরাধ করে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com