নীলফামারীর ডোমারে, ডোমার থানার বিশেষ অভিযানে নুর ইসলাম নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। নুর ইসলাম
২০১৮ সালে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায়, মামলা নাম্বার নং ০৪(১০)২৪ এর এজাহার ভুক্ত আসামি ছিলেন। তিনি ডোমার উপজেলার চিকনমাটির দীঘলটারি এলাকার মোঃ মোশারফ হোসেন ওরফে কানু মাহমুদের ছেলে। গতকাল রাত ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার, এবং ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন । বিএনপি কর্মী আব্দুল্লাহ আল মামুন বলেন, সে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে গ্রেপ্তার হওয়াতে আমরা অনেক খুশি। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ডেভিল হন্টেড অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি সে নিজ বাড়ীতে অবস্থান করতেছে। আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাঁকে আদালতে পুলিশ এসকর্ট এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।