বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজান,আর এই রমজানের প্রধান ভোজ্য পন্য সামগ্রির মধ্যে অন্যতম হচ্ছে সয়াবিন তৈল,কিন্তু রোজার প্রথম দিনে তৈলের সংকট দেখা গেছে কুড়িগ্রামের অন্যতম জনপ্রিয় ও সু পরিচিত শহীদ জিয়া বাজার,বাজারের বিভিন্ন পাইকারী দোকান গুলোতেও দেখা গেছে একই চিএ,এক পাইকারী ব্যবসায়ী মোঃ রমজান আলী জানান যে কিছুদিন যাবত সয়াবিন তৈলের সংকট আমরা লক্ষ করছি,এবং খোলা তৈল গুলো মানসম্মত না হওয়ায় আমরা মানসম্মত কোম্পানির বোতলজাত তৈল পাইকারী কিনে খুচরা ১লিটার সয়াবিন ১৮০মটাকা ও ১ কেজি ১৯০টাকা করে বিক্রি করছি,,তবে সয়াবিন তৈলের এই সংকট কিভাবে হচ্ছে তা আমরা জানিনা,এই সয়াবিন তৈলের মুল্য বৃদ্ধির ফলে ভোক্তাদের সমস্যা হচ্ছে, আর ক্রেতা মোঃ মসজিদুল ইসলাম জানান যে সয়াবিন তৈল আমাদের প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে রমজান মাসে এর দাম কম হওয়া দরকার, কারণ রমজান মাসে সয়াবিন তৈলের ব্যবহার অনেক বেশি।