মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া উজান ভাটি হোটেলের সামনে ঢাকাগামী লেইনে কভার্টভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লেগে কভার্টভ্যান চালক নিহত হয়েছে।এই দূর্ঘটনা ঘটে। নিহত চালক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার হোমনাবাদ শারপুর গ্রামের মোবারক আলীর ছেলে মোঃ সোহাগ(২৯)। সংবাদ পেয়ে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস এবং গজারিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে উদ্ধার করেন।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।