1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ লালমনিহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরার মহম্মাদপুরে নারী কর্মীকে ধর্ষণ করেছে হোটেল মালিক হারুন কুড়িগ্রামে যাএাপুর নৌকা ঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন মাগুরার শালিখায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবনেসিনা ডায়াগনস্টিকের মালিক আশরাফুল আলমের মৃত্যু নিখোঁজের ৩দিন পর নাইক্ষ্যংছড়ির বিবিশন বড়ুয়ার লাশ মিললো খালে ফরিদপুরে ‌‌বৈষম্য বিরোধী ‌ছাত্র আন্দোলনের ‌বিক্ষোভ মিছিল মির্জাপুরে একশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

রাঙ্গাবালীতে সংরক্ষিত বনে মহিষ চোর সিন্ডিকেটের এক সদস্য আটক : ১১জনের বিরুদ্ধে মামলা। 

মোঃ মাসুম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বুনো মহিষের মাংস নিজেদের মধ্যে ভাগ বাটোরার সময়ে হাতেনাতে আটক হয়েছেন মহিষ চোর সিন্ডিকেটের সদস্য ইসরাফিল শিকদার (৩৫)। উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ শিকদারের ছেলে ইসরাফিলকে প্রায় ৫ কেজি বুনো মহিষের মাংস ও চামড়া সহ সোমবার দুপুরে নিজ বাসা থেকে আটক করা হয়। এ ঘটনায় সোনার চর বিট কর্মকর্তা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সোনার চর বিটে বন বিভাগের মালিকানাধীন বুনো মহিষ এর আগেও স্থানীয় কাইয়ুম শিকদারের ট্রলার যোগে এসে আসামীরা চুরি করার তথ্য রয়েছে। এবারও একই কায়দায় ট্রলার যোগে ১১ জনের একটি চোরের সিন্ডিকেট বনে প্রবেশ করে একটি মহিষ ফাদে আটকে জবাই করে পার্শ্ববর্তী চর আন্ডায় আসামীদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে চুরি করা মহিষের মাংস ভাগবাটোয়ারা হচ্ছে এমন সংবাদ পেলে পুলিশের সহায়তায় ১নং আসামী ইসরাফিল শিকদারকে ৫ কেজি মাংস এবং চামড়া সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।
মামলার অন্য আসামীরা হলেন, কামাল শিকদার(৫০), আমজাদ মল্লিক (৩৫), মোহাম্মদ খা (৩৫), কাওসার খান (৩২), মামুন খান (২৪), মো: ইদ্রিস (৬৫), বাদল প্যাসা(৩৬), জাহেদ শিকদার (৪৫), বাবুল হাওলাদার (৪২)। আসামীরা সবাই চরমোন্তাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
এবিষয়ে সোনার চরের বিট কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, লোকবল সংকট ও দুর্গম বনের গভীরে মহিষ চুরির সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এতদিন এদের ধরতে পারিনি। আজ সংবাদ পাওয়ার সাথে সাথে রাঙ্গাবালী পুলিশের সহায়তায় চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। মহিষ চুরিতে ইসরাফিল যাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে শুধু তাদের বিরুদ্ধেই আমি বাদি হয়ে মামলা করেছি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ এমারৎ হোসেন বলেন, বুনো মহিষ চুরিতে জড়িত এই সিন্ডিকেটের ওপর বেশ কিছুদিন নজরদারির পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে বুনো মহিষের মাংসের বিষয়টি স্বীকার করেছে এবং তার সাথে সম্পৃক্ত আরো দশজনের নাম বলেছে। চক্রের সকল সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com