1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি ভারতীয় মোবাইলসহ একজন আটক কয়রায় ইসলামী শিক্ষার আলোকবর্তিকা: রহিমিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন দলে অনুপ্রবেশ ও ফ্যাসিষ্ঠ ঠেকাতে কচাকাটায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে অর্থ আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা আবার গ্রেপ্তার নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত চীনের দেয়া ১০০০ শয্যা হাসপাতাল নীলফামারী দারোয়ানি মাঠে হওয়ার যৌক্তিক দাবি ড. খায়রুল আনামের বানারীপাড়ায় বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা টাংগাইলের নাগরপুরে বালু মহলে অভিযান আটক ১ পোপ ফ্রান্সিস এর মৃত্যু

বগুড়া পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএনজি জব্দ।

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
অধিনায়ক র‌্যাব-১২ মহোদ্বয়ের দিকনির্দেশনায় র‌্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অন্য ০৪ মার্চ ২০২৫ খ্রিঃ, দুপুর ১২:৪৫ ঘটিকা হতে ৪:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার এর পৃথক অভিযানে “বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড এর অন্তর্গত বগুড়া রেলওয়ে ষ্টেশন এর নতুন প্লাটফর্মের সামনে পাকা রাস্তার উপর এবং বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার ১৪ নং ওয়ার্ড এর অন্তর্গত ছোট বেলাইল নামক স্থানে অতিথি ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা টু রংপুর গামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০৫টি মোবাইল ফোন, ০৭টি সিম এবং নগদ ২১,৪৫০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীগন ১। মোঃ জাহিদুল ইসলাম (২৬), পিতা-মোঃ বাহেজ আলী, মাতাঃ মোছাঃ জোবেদা বেগম, ২। মোঃ মমিনুর ইসলাম (২৫), পিতা-মোঃ খতিবর রহমান, মাতা- জোবেদা বেগম, উভয় সাং-দক্ষিণ বাড়ইপাড়া, ইউপি-টঙভাঙা ওয়ার্ড নং-০৫, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট ৩। মোঃ শাহিন বাদশা (৪৮), পিতা-মৃতঃ আব্দুল জব্বার, মাতা- মোছাঃ শাহানারা বেগম, সাং-ছোটবাখোরা, ইউপি-মুড়াইল ওয়ার্ড নং-০৫, খানা- কাহালু, জেলা- বগুড়া, ৪। মোঃ মামুনুর রশীদ মামুন (২৬), পিতা-মোঃ আশরাফ আলী, মাতাঃ মোছাঃ বেলিছা বেগম, গ্রামঃ ফুলগাছ ভারালদা বাজার, ইউপিঃ মোগলহাট, থানাঃ সদর জেলাঃ লালমনিরহাট, ৫। ঝন্টু বাসপর (২০), পিতা-কানাইলাল বাসপর, মাতা- কমলী রানী বাসপর, সাং-চকসূত্রাপুর (হরিজন কলোনী), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সিএনজি যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com